পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে যারা নিজেদের মুসলমান পরিচয় দেয়, কিন্তু তারা কুরআন তিলাওয়াত করতে পারে না। যারাও পারে, তাদের অনেকেরই তিলাওয়াত অশুদ্ধ। মাদ-গুন্নাহ এমনকি আরবি হরফসমূহের সঠিক উচ্চারণও পারে না অনেকে। অথচ একজন মুসলিম হিসেবে সহিহ-শুদ্ধ কুরআন তিলাওয়াত করা আমাদের সবার জন্য ফরজ বা আবশ্য কর্তব্য। কেননা, শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত না পারলে আমাদের নামাজই কবুল হবে না। নামাজ না হলে আমাদের জন্য পরকালে মহা আজাব অপেক্ষা করছে। তাছাড়া কুরআন তিলাওয়াত করাও একটি অতি উত্তম ইবাদত। শুদ্ধ তিলাওয়াতে রয়েছে অনেক অনেক ফজিলত। রাসুুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয় সেই উত্তম বা শ্রেষ্ঠ ব্যক্তি। বি.দ্র.: এই কোর্স হতে প্রাপ্ত হাদিয়া- মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন/ব্যবস্থাপনা কাজে ব্যবহারের জন্য প্রদান করা হবে।